¡Sorpréndeme!

পিএসসি পরীক্ষায় নকলে মজেছে কোমলমতী শিক্ষার্থীরা | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে নকলেই যেন একমাত্র ভরসা। নকল চলাকালীন পরীক্ষা পরিদর্শকরা থাকেন নীবর ভূমিকায়। কেন্দ্র সচিবও যেন নির্বাক। কেন্দ্রের ইনচার্জের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা আফিসার যেন মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন।

অভিভাবক ও শিক্ষকরা ভালো রেজাল্টের আশায় পরীক্ষা কেন্দ্রে নিজেরাই নকল সরবরাহ করছেন বলে সচেতন মহলের দাবি। কোমলমতি পরীক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ভালো করতে উপজেলা শিক্ষা অফিসার পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/country/news/541738